বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রকৌশলী দেলোয়ার হোসেনের
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মুজমদারকে ২ বছর মেয়াদে এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে তিনি ৩২ নম্বর ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রম্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের প্রতি এবং ৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ সপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে মহান আলস্নাহর কাছে সবার সুখ ও শান্তি কামনা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেটোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি