মেহেরপুরে এবার ভুট্টার চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ভুট্টা চাষ বেশি হওয়ার কারণ এবার অনেক চাষি তামাক চাষ থেকে সরে এসে ভুট্টা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় ভুট্টার ভালো ফলনের আশা করছেন চাষি। বর্তমান বাজার দামেও খুশি তারা। ফলে এবার ভুট্টাতে আর্থিকভাবে লাভবান হবেন এমন প্রত্যাশা চাষিদের।
কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ৪৭০ হেক্টর। কিন্তু চাষ হয়েছে ১৭ হাজার হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৫৩০ হেক্টর বেশি। আবহাওয়া ভালো থাকায় বিঘাপ্রতি ৫০-৬০ মণ ফলনের আশা চাষিদের। এবার ভুট্টা চাষে বিঘাপ্রতি চাষিদের খরচ হয়েছে ১৫-২০ হাজার টাকা। তামাক চাষের ক্ষতিকর প্রভাব ও ভুট্টার দাম ভালো থাকায় ভুট্টার আবাদ বেড়েছে। এ ছাড়া তামাক চাষের খরচ ও পরিশ্রমের তুলনায় ভুট্টা চাষে কম। তাই অল্প খরচে ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন বলে জানান চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার যায়যায়দিনকে জানান, এবার আবহাওয়া ভালো আছে। ফলনও ভালো হবে। ভুট্টার রোগবালাই দমনে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ভুট্টার ভালো দাম আছে। ফলে চাষিরা লাভবান হবেন।