বাজিতপুরে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা থামছে না

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীর বিভিন্ন হাওড়ে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা থামছে না। জানা যায়, নিকলী উপজেলার সদর ইউনিয়ন, জারইতলা, গুরুইসহ বিভিন্ন ইউনিয়নে অসাধু মাটি খেকুরা বর্তমান রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে জমির উর্বরা শক্তি কমিয়ে দিচ্ছে। পাশের কৃষি জমির মালিকরা কিছু বললে তাদের কথা মানছে না বলে অভিযোগ উঠেছে। এইদিকে এই উপজেলার বেশ কয়েকটি ইটখলায় কিয়দংশ মাটি চলে যাচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী জমি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই সবের ফলে গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে। এইদিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে নোয়াগাও হাওড়ে অনুরোপভাবে মাটি খেকোরা দিনে এবং রাতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টর দিয়ে মাটি নেওয়া ফলে ভেঙ্গে যাচ্ছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদককে বলেন, প্রতিদিন এইসব ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে। আবারও তাদেরকে জরিমানা করবেন বলে উলেস্নখ করেন।