সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বাগেরহাটে মাছ চুরি করতে গিয়ে একজন বিদু্যৎস্পৃষ্ট

বাগেরহাট প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাগেরহাটে মাছ চুরি করতে গিয়ে একজন বিদু্যৎস্পৃষ্ট

বাগেরহাট সদর উপজেলার পলস্নীতে রাতে মাছ চুরি করতে গিয়ে ধানের ক্ষেতের ইদুর মারার বিদু্যতের তারে স্পৃষ্ট হয়েছেন এক ব্যক্তি। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনার পর আহত আলাউদ্দিন শেখকে (৪০) প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার সকালে আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, 'বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাপ্পি বাইনের মাছের ঘেরের জমিতে ধান ক্ষেতের ইঁদুর নিধনের জন্য বৈদু্যতিক ফাঁদ পাতা হয়। সোমবার দিবাগত গভীর রাতে একই এলাকার আলাউদ্দিন শেখ ওই ঘেরে মাছ চুরি করতে যায়। এবং অন্ধকারে বৈদু্যতিক তারে স্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গুরুতর আহত হয়। তাকে ওই রাতেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে