শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ফেনীতে ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জনের কারাদন্ড

ফেনী প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফেনীতে ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জনের কারাদন্ড

ফেনীতে ডাকাতি প্রস্তুতির মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ আতাউল হক দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার সোনাগাজী উপজেলা চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী এলাকার নুর আলমের ছেলে মিজানুর রহমান প্রকাশ (৩৩), আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (৩৫), আবুল কাশেমের ছেলে আব্দুস শুক্কুর (৩০), জামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন হেলাল (৫০) ও লিয়াকত আলীর ছেলে রফিক (৩৪)।

রাষ্ট্র পক্ষের আইনজীবী নুরুল ইসলাম মজুমদার সোহাগ জানান, এ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত। রায়ে এজাহারভুক্ত ১১ জনসহ মোট ১৪ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের ফরিদসহ তিনজন পালাতক রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে