সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে -সালাম মুর্শেদী

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে -সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শদী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই সব শিক্ষার্থীর প্রতি আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।'

মঙ্গলবার খুলনার রূপসার কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুলস্নাহ আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শওকত কবীর, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। প্রভাষক ফালগুনী মুখার্জির পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক খান মারুফু ইসলাম, আনোয়ার হোসেন মিন্টু, সেলিম রেজা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মেজবা উদ্দীন খান, ভবেশ বিশ্বাস, অমেলেন্দু বিশ্বাস, রতন দেবনাথ, আ. কাদের, আসাদুজ্জামান সরদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে