লক্ষ্ণীপুর জেলার সদর, রায়পুর ও রামগঞ্জ উপজলার হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যাক্তা হয়েছেন ২৬৫ জন। এসব প্রশিক্ষণার্থীদর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যে ২৬৫টি ল্যাপটপ প্রদান করা হয়।
এ প্রকল্পে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা কল সেন্টার, আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবে। এখান থেকে প্রশিক্ষণরত অবস্থায় ইতিমধ্যে ৩০-৩৫ জন নারী উদ্যোক্তা আয় করা শুরু করেছেন।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীরা। সভায় নারী প্রশিক্ষণার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।