সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কাজীপুরে বোরো চাষে কৃষকের ব্যস্ত সময় পার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কাজীপুরে বোরো চাষে কৃষকের ব্যস্ত সময় পার

সিরাজগঞ্জের কাজীপুরের বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা রোপণের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কনকনে শীতকে উপেক্ষা করেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ।

উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায় মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। ট্রাক্টর দিয়ে জমি চাষ পানি সেচ বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানোর শেষে চারা জমিতে রোপণের মতো কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এছাড়া নারীরাও কৃষি কাজে সহযোগিতা করা দৃশ্য পরিলক্ষিত হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর কাজীপুর উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার হেক্টর জমি। আমনের পাশাপাশি বোরো আবাদে ঝুঁকছেন কৃষকরা। চলতি মৌসুমে শীতে বীজ তোলার তেমন ক্ষতি না হওয়ায় জমিতে চাষাবাদ ঠিকমতো করা হচ্ছে।

উপজেলার বরইতলা গ্রামের কৃষক বাদশা মিয়া জানান, এ বছর বীজের দাম বেড়ে গেছে। শ্রমিকের মজুরি ও বেড়ে গেছে। ফলন ভালো হলে লাভের মুখ দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে