রাজশাহীতে খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খড়িবাহী ট্রলির দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ট্রলির ড্রাইভার মোফাজ্জাল হোসেন মোফা-(৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব-(৩২)। তাদের বাড়ি পবা উপজেলার চক ধাদাস এলাকায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম জানান, খড়িবোঝাই একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি ভেঙে খান খান হয়ে যায়। ফলে ঘটনাস্থলে ট্রলিচালক ও হেলপার মারা যান।
তিনি বলেন, খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর বিকাল ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।
রেলওয়ে জিআরপি থানার ওসি গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলক্রসিংয়ে গেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।