সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বিদায় সংবর্ধনা ম ফেনী প্রতিনিধি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী। দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার রহিমা বেগমের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক শাহজালাল ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ, সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল জাহের ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফেরদৌস আরা বেগম। প্রস্তুতিমূলক সভা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহদৎ হোসেন প্রমুখ। সভা অনুষ্ঠিত ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান- ই-গুলশান, বিজিবি সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা। কর্মিসভা অনুষ্ঠিত ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাসের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলি বাজারে প্রাইমারি স্কুল মাঠে কর্মিসভায় অমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অমরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহ্বায়ক ইমরান সরকার, যুগ্ম আহ্বায়ক মাহফুজ সরকার মুন্না, সমাজসেবক মুকুল হোসেন কাজী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবেদুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু। ক্রীড়া অনুষ্ঠান ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোলস্নাহাটে এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় কাহালপুর তেঁতুলবাড়ি উক্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। যাচাইবাছাই করা ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ঘুড়িদহ ইউনিয়নের প্রকৃত বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী উপকারভোগী যাচাইবাছাই করার লক্ষ্যে রোববার সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে লাইনে দাঁড় করে যাচাইবাছাইয়ের কাজ করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, স্থানীয় এমপির প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক, প্রভাষক সাজ্জাদুর রহমান রানা, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ইন্দুরকানীতে সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মুহাম্মাদ ইব্রাহীমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, সমাজসেবা কর্মকর্তা মাশহিদুল হক, থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মীলন নাহার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোজ্জামেল হক। ক্রীড়া প্রতিযোগিতা ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইলের করটিয়া সরকারি সা'দত কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। করটিয়া সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সরকারি সা'দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর শফিকুল ইসলাম ভূঁঞা প্রমুখ। মোড়ক উন্মোচন ম নওগাঁ প্রতিনিধি নওগাঁয় তরুণ কবি রাধিকা চক্রবর্তীর 'বাংলাদেশের আলো-ছায়া' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার বিকালে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হয়। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন মোড়ক উন্মোচন করেন। এ সময় কবি রাধিকা চক্রবর্তীসহ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদারসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মাসিক সভা ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদার সভাপতিত্বে এ সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, থানার ওসি আবু বক্কর মো. রাসেল, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, পরমেশ্বরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধনা প্রদান ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষক বাদল চন্দ্র দে ও মফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। কমিটি গঠন ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় অর্ধশতাধিক তরুণ ও যুবকদের নিয়ে 'ঠিকানা ক্লাব'র নতুন কমিটি গঠন করা হয়েছে। রাফিদ শাহীনকে সভাপতি, জুবায়ের আহমেদ হাসানকে সাধারণ সম্পাদক এবং মারুফ আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রোববার রাতে স্থানীয় মানব ঠিকানা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসে অবস্থানরত অনেক সদস্য ভার্চুয়ালের মাধ্যমে আলোচনায় অংশ নেন। মনোনয়নপত্র ক্রয় ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুর ঝিনাইগাতী উপজেলায় রোববার উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ক্লাব বৃহৎ সমবায়ী সংগঠনের কার্যালয় থেকে ২০২৪ সালের আসন্ন নির্বাচনে কার্যকরী কমিটির মনোনয়নপত্র কেনেন প্রার্থীরা। সমিতির চেয়ারম্যান পদে তিনজন নাজমূল ইসলাম, আব্দুল হালিম, আবু ছালে, সহ-সভাপতি পদে দুইজন জাফর ইকবাল, মাছুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে তিনজন হারুন অর রশিদ, নূরে আলম, আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে তিনজন মেহেদি হাসান মামুন, মাসুদুর রহমান ও ফেরদৌসী বেগম। বিদায় ও বরণ ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রম্ন চৌধুরী অপু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ। বিদ্যালয়ের শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার প্রমুখ। প্রস্তুতি সভা ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি আটঘরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সবাইকে আহ্বান জানানো হয়। দিনের কর্মসূচির মধ্যে আছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।