ঘাটাইলে যুবলীগের সভাপতির ওপর হামলা থানায় অভিযোগ
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
পূূর্বশত্রম্নতার জের ধরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং সদর ইউনিয়নের নরজনা গ্রামের ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তার স্ত্রী সোমা আক্তার (২৬) ঘাটাইল থানায় মো. নাসির (৪২), মো. আবেদ আলী (৫৫), মো. রফিক (৪৫), মো. নজরুল (৪০)-সহ আরও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনের নামে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নরজনা গ্রামের ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলামকে নির্বাচনের পূর্ব থেকে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রামপুর নামক স্থানে আগে থেকে ওতপেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম ও পায়ের আঙুল ভেঙে ফেলে। স্থানীয়রা তাকে প্রথমে গোপালপুর স্বাস্থ্য কমপেস্নক্সে পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ২নং সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা জানান, 'নির্বাচনী পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতাকে আহত করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।'
ঘাটাইল থানার উপ-পরিদর্শক জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন।