'জনগণের সহযোগিতা ছাড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ রাখা কঠিন'
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মো. মুর্শেদ জামান বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এই এলাকার অপরাধ নিয়ন্ত্রণ রাখা কঠিন। এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য তার পুলিশ, গ্রাম পুলিশের পাশাপাশি এলাকার জনগণের সার্বিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
সোমবার উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে পাটুলী মাছ বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দিঘীরপাড় ১০নং বিট পুলিশিং অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার মহিবুর রহমান, মাসুদ রানা বৃদ্ধি, ঝরণা আক্তার শিপু, সাদিয়া আক্তার, মেম্বার আলমগীর হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।