মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মিলন মেলা

ম ফেনী প্রতিনিধি

ছাগলনাইয়ার দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী এম. হোসাইন পাটোয়ারী মিলন ও সদস্য নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার প্রফেসর ডক্টর মুহাম্মদ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আ. ক. ম. আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ মজুমদার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য দুর্গম পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর শীত নিবারণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার মগবান ইউনিয়নের গবাগনা এলাকার অসহায় হতদরিদ্র পাহাড়ি বাঙালি পরিবারের মধ্যে সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১০ আর ই জোনের ব্যবস্থাপনায় জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসির তত্ত্বাবধানে প্রায় ২৯০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ৯টায় গবাগনা এলাকার অসহায় হতদরিদ্র বয়জ্যেষ্ঠ নারী-পুরুষ ও ছোট ছোট শিশুদের মধ্যে জোন উপ-অধিনায়ক এ শীতবস্ত্র বিতরণ করেন।

কম্বল প্রদান

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে এনআরবি ব্যাংক লিমিটেডের পক্ষ ও রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ফারিজা সাবরিনার সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তঘেঁষা গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাফলং টু্যরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মিনহাজ মির্জা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মহিলা সদস্য নাছিমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বিদায় অনুষ্ঠান

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল। এ সময় বক্তব্য রাখেন কলেজ সমন্বয়কারী মাহাবুব-উল আলম, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোসা. সালমা আক্তার, মাওলানা নুরুজ্জামান, শেফালী আক্তার।

পিঠা উৎসব

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুখালী স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দ্বিতীয় বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ হাসিব প্রমুখ।

শিক্ষা উপকরণ বিতরণ

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ হাফেজ মাহাত্বী মিয়া শাহ (রহ.) সুন্নিয়া এবতেদায়ি নূরানি মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে শিক্ষক আব্দুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি সেকান্দার মিয়া, পশ্চিমপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম, রেলক্রসিং জামে মসজিদের পেশ ইমাম মো. জগির আহাম্মদ।

অগ্নিকান্ডে বসতঘর ছাই

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈদু্যতিক শর্টসার্কিটের আগুনে তাসলিমা আক্তার তিথি নামে এক শিক্ষার্থীর নতুন বই-পুস্তকসহ বসতবাড়ির যাবতীয় পণ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তিথি ফালাঙ্গাপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামের মেয়ে ও কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নতুন বইয়ের সঙ্গে তার স্বপ্ন পুড়ে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। এমতাবস্থায় তার সব শিক্ষা উপকরণ প্রদানের দায়িত্ব নিয়েছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ।

আলোচনা সভা

ম রাজশাহী অফিস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হেপাটাইটিস বা জন্ডিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রকৌশল অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফার্মেসি বিভাগ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। উপস্থাপন করেন হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক হারুন-অর-রশিদ এবং সেখানে আলোচনা করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ ও ডক্টর শাহনাজ পারভীন।

পিঠা উৎসব

ম নাটোর প্রতিনিধি

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজের ১৩টি বিভাগের সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে আয়োজিত পিঠা উৎসবে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

শনিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর বারী মীর্জা, নাটোর টিটি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর নাফিউ ইসলাম অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্না তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বলরামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. নুরনবী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আরিফুর রহমান, তোফায়েল শিকদার, বাবুল ভূঁইয়া ও মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।

মতবিনিময় সভা

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও সুন্নী নুরানি মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার মাদ্রাসার হলরুমে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়েজ আহমদ টিপুর সভাপতিত্বে পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক আবদুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ মনচুর আলী ফয়সাল। উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল মাজেদ সওদাগর। প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবু সাঈদ সুমন।

শীতবস্ত্র বিতরণ

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জাগো মেহেরপুর এর আয়োজনে এবং বিশ্বাস পরিবার, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা, সচিন্দ্রনাথ ফাউন্ডেশন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় ভ্যানচালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে গাংনী উপজেলা অডিটরিয়ামে জাগো মেহেরপুরের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম জাগো মেহেরপুরের সদস্য সচিব শোয়েব রহমান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।

কার্যক্রম শুরু

ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরহাট শাখা সোনালী ব্যাংক পিএলসির নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আবাদপুকুর বাজারস্থ্য মামা-ভাগ্নে কমপেস্নক্সে সোনালী ব্যাংক পিএলসি আবাদপুকুরহাট শাখা ম্যানেজার সাকিনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর প্রিন্সিপাল অফিসের এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আজমল হোসেন, একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী।

পিঠা উৎসব

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী প্রাথমিক স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গত শনিবার শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা) শাহনওয়াজ দিলরুবা খান।

এ সময় তিনি বলেন, 'সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। শিবপুরের এই প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে।'

স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লিয়াজোঁ অফিসার ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য এস এম আরিফুল হাসান, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরউদ্দিন দর্জি, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।

গরুর ঘরে আগুন

ম নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার জামতৈল গ্রামে আগুনে পুড়ে এক ভ্যান চালকের দুটি ষাঁড় গরুসহ সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে জামতৈল গ্রামের জাবেদ আলী।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই ওই বাড়ির গরুর ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। নাটোর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌঁছার পূর্বেই স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, তিনি বিষয়টি সরেজমিন পরিদর্শন করে অসহায় জাবেদ আলীর পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করবেন।

কৃষক প্রশিক্ষণ

ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তাহিরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলার সাত ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক শওকত উসমান মজুমদার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজজামান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার উপস্থিত ছিলেন।

মিলনমেলা অনুষ্ঠিত

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর বকশীগঞ্জের উপজেলা প্রেস ক্লাবের দিনব্যাপী বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে আলোচনা সভায় উপজেলা প্রেস ক্লাব সভাপতি হেদায়েত উলস্নাহর সভাপতিত্বে ও সদস্য মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারিকুজ্জামান, জামালপুর পলস্নী বিদু্যৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল হক তুহিন, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক।

মহাতাঁবু জলসা

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় চার দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের শেষ দিন শনিবার রাতে বর্ণাঢ্য আয়োজনে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের পূর্বধলা উপজেলা কমিশনার সুধাংশু শেখর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির প্রমুখ।

মিলাদ মাহফিল

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্না তিতাসের একমাত্র কামিল শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিক উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন প্রমুখ।

আর্থিক সহায়তা

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজার ও বিলশুকা এলাকায় অবস্থিত রিয়াজুস সালিহীন ইসলামী ঈদগাহে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। রোববার কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল জেলা পরিষদের বরাদ্দ টাকা থেকে এটা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহা. খলিল উলস্নাহ, পৌরসভার কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা রিয়াজুস সালিহীন ইসলামী ঈদগাহ ও মধ্যবাজার-বিলশুকা মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হাসান প্রমুখ।

বিদায় অনুষ্ঠান

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কয়েক দিন পরে শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিলখী ক্বাছেমুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মো. গোলাম মস্তুফা, সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. শফি উদ্দিন, সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন, বিদু্যৎসাহী সদস্য সজিব মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে