উখিয়ায় ২ কোটি টাকা মূল্যের স্বর্ণের চুড়িসহ রাখাইন তরুণী আটক
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ২৪টি স্বর্ণের চুড়িসহ উলায়িং রাখাইন নামে তরুণীকে আটক করেছে বিজিবির সদস্যরা। চুড়িগুলোর ওজন প্রায় ২ কেজি। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।
শনিবার রামু ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকার উত্তর মগপাড়া গ্রামের সুইছিন রাখাইনের মেয়ে। লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, 'আর্ন্তজাতিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার খবর পেয়ে বিকেল ৩টায় একটি সিএনজি তলস্নাশি করে বিজিবি। ওই সিএনজির এক যাত্রীর কাছে ২৪টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।