বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

অনূর্ধ্ব-১৫ মহিলা ভলিবলে দেশসেরা বীথি

পাবনা প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনূর্ধ্ব-১৫ মহিলা ভলিবলে দেশসেরা বীথি

অনূর্ধ্ব-১৫ মহিলা ভলিবলে দেশসেরা হয়ে চমক দেখালেন পাবনার মেয়ে মোর্শেদা খাতুন বীথি। তবে তার এই অর্জন এতটা সহজ ছিল না। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাকে পার করতে হয় নানা প্রতিবন্ধকতা। প্রতিবেশীদের কটু কথা আর সব বাধা পেরিয়ে এখন সে সবার গৌরব আর অহঙ্কার। মাত্র দুই বছরে বাবা-মায়ের ভাঙা ঘরে চাঁদের আলো হয়ে উঠেছেন বীথি। পাবনা পৌর সদরের রাধানগর বাগানপাড়া মহলস্নার দম্পতি আজিজুর রহমান ও বুলবুলি খাতুনের একমাত্র সন্তান মোর্শেদা খাতুন বীথি (১৪)।

জানা গেছে, গত জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ আন্তঃবিভাগীয় মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পাবনা জেলা। আর দেশসেরা খেলোয়াড় নির্বাচিত হয় বীথি।

মোর্শেদা খাতুন বীথি বলেন, 'তিন বছর আগে থেকে আমি অ্যাথলেটিকস খেলা শুরু করি। তখন পাবনা জেলার হয়ে রাজশাহীতে গিয়ে অ্যাথলেটিকসে নৈপুণ্য দেখাই। আমাকে নজরে পড়ে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হোসনে আরা খাতুন হাওয়ার। সেখান থেকে দুই বছর আগে আমাকে যুক্ত করা হয় পাবনা জেলা মহিলা ভলিবল দলে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে