আটঘরিয়ায় টোল আদায়ের নামে চাঁদাবাজি ৬ জন গ্রেপ্তার

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় টেবুনিয়া-চাটমোহর মহাসড়কে টোল আদায়ের চাঁদাবাজি করায় ছয়জনকে গ্রেপ্তার করেছের্ যাব। বৃহস্পতিবার টেবুনিয়া ও দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলো খোকন, সুমন, জালাল, রকিবুল, সোহেল ও শাকিল। এ সময় তাদের কাছ থেকে ৪৪৩০ টাকা, ৪টি মোবাইল ও ৬টি রসিদ বই উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা জানায়, বুলবুল ফকির নামে এক ইজারাদারের মাধ্যমে আটঘরিয়া পৌরসভা থেকে লিজ নিয়ে অটোরিকশা প্রতি ১৫ টাকা, পিকআপ প্রতি ৩০ টাকা এবং ট্রাক প্রতি ৫০ টাকা টোল আদায় করে তারা। আদায়কৃত টাকা ইজারাদারকে প্রতিদিন ৫৮০০ টাকা জমা দিতে হতো। জমা দিতে না পারলে জামানত থেকে টাকা কেটে নেওয়া হয়। তারা আরও জানায়, 'আমরা জানি এটা অবৈধ কাজ তাহলে পৌরসভা থেকে লিজ নেওয়া হয় কীভাবে।' বর্তমানে সব পয়েন্টে টোল আদায়ের নামে অবৈধ চাঁদা তোলা বন্ধ আছে।