মৌলভীবাজারে চা শ্রমিকের মেয়ের মৃতু্যর তদন্ত ও বিচারের দাবি
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্টফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে চা শ্রমিকের মেয়ের মৃতু্যর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ করেছে চা শ্রমিকরা। ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় নিয়োজিত জেলার কমলগঞ্জের মির্তিংগা চা-বাগানের শিশু গৃহকর্মী প্রীতি উরাং মৃতু্যর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রোববার চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটি এবং চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পুরণ উরাং। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাসদ জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, এস এম শুভ, সিতারাম বিন, বিশ্বজিৎ নন্দী, প্রীতি উরাং-এর বাবা লোকেশ উরাং ও তার মাসহ অনেকে। বিক্ষোভ সমাবেশ শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।