কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো পূজা উদযাপন পরিষদের সম্মেলন

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে প্রায় নয় বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুতুবদিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। তবে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা দেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর। দ্বিতীয় অধিবেশনের পর বিভিন্ন অভিযোগ করে কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী সম্মেলন বর্জন করে চলে যান। শনিবার সকালে বড়ঘোপ ইলহাম কমিউনিটি সেন্টারের হলরুমে সকাল ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়ে সাড়ে তিনটা পর্যন্ত চলে। দ্বিতীয় অধিবেশনে ঘণ্টাব্যাপী আলোচনায় নির্বাচনে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে কমিটি ঘোষণা না করেই জেলার নেতাকর্মীরা রুম ত্যাগ করেন। প্রথম অধিবেশনে কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব সেনের সঞ্চালনায় অংশ নেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ প্রমুখ।