হাটহাজারীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃতু্যর অভিযোগ
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটস্থ ফতেয়াবাদ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃতু্য হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিচারের দাবিতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছেন নবজাতকের বাবা।
নবজাতকের মৃতু্যর বিষয়ে প্রবাসী বাবা মঈন উদ্দীন বলেন, বিকাল সাড়ে চারটার দিকে বাচ্চার হার্টবিট কম জানিয়ে একটি বন্ড স্বাক্ষর নেয়। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত বাচ্চা এনে হস্তান্তর করে তারা।
তিনি আরও বলেন, বাচ্চার মাথার উপরে বাম পাশ থেতলানো ছিল। ধারালো কিছুর আঘাতে মাথা কেটে যাওয়ার স্পষ্ট চিহ্ন ছিল।
আঘাতের বিষয়ে জানতে চাইলে গাইনি চিকিৎসক ডা. মিতু, ডা. সামিরা সাব্বির ও শিশু চিকিৎসক ডা. রিফাত নাছির চৌধুরী বলেন, এটা ক্যাপোটের দাগ। ভ্যানডোজ ডেলিভারিতে এ ধরনের দাগ হয় তবে পরিষ্কার করলে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে।'