চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর প্রাইভেট কারের ধাক্কায় ডেকোরেশন বোর্ডের ব্যাপক ক্ষতি হয়। এ সময় পেছনে থাকা আরও দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত কারটি ধাক্কা দিলে পাঁচ যাত্রী আহত হন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িটি চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে টানেলে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরও দুটি প্রাইভেট কারও এটিকে ধাক্কা দিলে তিনটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, রাতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের গায়ে ধাক্কা দেয়। পরে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটির সঙ্গে ধাক্কা লেগে আবারও দুটি কার উল্টে যায়। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়ি তিনটি জব্দ করেন।