মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

পোরশার স্বাস্থ্য কমপেস্নক্স ও কেন্দ্রে ৫২ পদ শূন্য

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পোরশার স্বাস্থ্য কমপেস্নক্স ও কেন্দ্রে ৫২ পদ শূন্য

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অর্ধশতাধিক সংখ্যক পদ শূন্য রয়েছে। মঞ্জুরিকৃত পদের ৫২ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এতে স্বাস্থ্য কমপেস্নক্সসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা যেমন সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৪২টি। এতে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন ৯০ জন। পদশূন্য রয়েছে ৫২টি। যা মঞ্জুরীকৃত পদের ৩৭%। শূন্য পদগুলো হলো- জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)-১, জুনিয়র কনসালট্যান্ট (শিশু)-১, জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু)-১, জুনিয়র কনসালট্যান্ট (ইমনিটি)-১, জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন)-১, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিও.)-১, আবাসিক মেডিকেল অফিসার-১, ইমার্জেন্সি মেডিকেল অফিসার-১, মেডিকেল অফিসার (ইনডোর)-১, সহকারী ডেন্টাল সার্জন-১, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)-১, প্যাথলজিস্ট-১, অ্যানেসথেসিওলজিস্ট-১, ডাটা এন্ট্রি অপারেটর/পরিসংখ্যানবিদ-১, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)-১, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-২, ভান্ডার রক্ষক-১, জুনিয়র মেকানিক্স-১, ড্রাইভার-১ কম্পিউটার অপারেটর-২, ক্যাশিয়ার-১, স্বাস্থ্য পরিদর্শক-১, স্বাস্থ্য শিক্ষাবিদ-১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-২, স্বাস্থ্য সহকারী-৪, অফিস সহায়ক-৬, নার্সিং সুপারভইজার-১, সহকারী নার্স-১, ওয়ার্ড বয়-১, আয়া-১, মালী-১ ও পরিচ্ছন্নতাকর্মী-৫। অপরদিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে পদ খালি আছে শাহ্‌ পোরশা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১, নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১, নোনাহার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- মেডিকেল অফিসার-১, ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন-১ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১ পদ শূন্য রয়েছে।

শূন্য পদগুলোতে জনবল পদায়ন করলে এ উপজেলার জনগণ শতভাগ স্বাস্থ্যসেবা পাবে বলে অনেকে মনে করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেকে।

পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তৌফিক রেজা জানান, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে এই স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মকর্তা-কর্মচারীদের কিছুপদ শূন্য রয়েছে। আর এ কারণে প্রশাসনিক কাজে এবং চিকিৎসাসেবায় কিছুটা অসুবিধা হচ্ছে। আমাদের এ অসুবিধার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন নওগাঁ বরাবর পত্র দেওয়া হয়েছে। আশা করি কর্তৃপক্ষ দ্রম্নত ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে