বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটর বাইক আরোহী নিহত

তিন জেলায় সড়কে আরও ৩ জনের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটর বাইক আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুরে, কুষ্টিয়ার দৌলতপুরে ও চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজীব শেখ (৩৫) উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। এ ঘটনায় নিহতের ছোটভাই রানা শেখ (২৫) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলে রাজীব শেখ নিহত হয়। এ সময় অন্তত ১৬ জন বাসযাত্রী আহত হন।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত বালুবাহী ট্রলির ধাক্কায় জিলস্নুর রহমান (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি ইন্দারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলস্নুর রহমান ওই এলাকার মৃত জমির উদ্দিন বিশ্বাসের ছেলে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশের ভেড়ামারা উপজেলার ফয়জুলস্নাহপুর বালুরঘাট থেকে বালু নিয়ে ট্রলিটি ঘটনাস্থলে পৌঁছলে ভ্যানচালককে চাপা দেয়। আহত অবস্থায় ভ্যানচালক জিলস্নুরকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফরিদগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের মৃত আইউব আলীর ছেলে সময় অটোরিকশাচালক শাহ আলম।

জানা গেছে, সড়কের ওপর একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাচালক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানায় ডিউটি কর্মকর্তা ইভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে