সিরাজগঞ্জে মেরিন টেকনোলজি'র অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মেরিন টেকনোলজি'র অধ্যক্ষকে প্রত্যাহারের দাবিতে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ -যাযাদি
সিরাজগঞ্জে মেরিন টেকনোলজি'র (আইএমটি) অধ্যক্ষকে প্রত্যাহারের দাবিতে প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার সিরাজগঞ্জ- মুলিবাড়ি আঞ্চলিক সড়কের মেরিন টেকনোলজির সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি'র শিক্ষার্থীরা জানান, 'আমাদের ছাত্রছাত্রীদের একটাই দাবি, দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষ চাই না। তিনি পদায়ন করলে প্রতিষ্ঠান ধ্বংস হবে। আমরা ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ করেছি। যদি দ্রম্নত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন আরও বেগবান হবে। সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম বলেন, 'আমি অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান স্যারের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তিনি জানিয়েছেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম যোগদান করতে চেয়েছিল, কিন্তু এর বিরুদ্ধে বিআইএমটি সিরাজগঞ্জের শিক্ষার্থীরা দুর্নীতির অভিযোগ তোলায় যোগদানের অর্ডার স্থগিত করা হবে।' সিরাজগঞ্জের এডিসি রায়হান কবির বলেন, 'এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যে কোনো একটা সিদ্ধান্ত নিবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।'