বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে হবে

-নজরুল ইসলাম এমপি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ময়মনসিংহের মুক্তাগাছায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষিবিদ নজরুল ইসলাম এমপি -যাযাদি

ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম বলেছেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর রাষ্ট্র পরিচালনায় আজকের শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে।'

রোববার মুক্তাগাছা শহরের ঐতিহ্যবাহী রামকিশোর সরকারী উচ্চ বিদ্যালয় ও নবারুন বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় রামকিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ও বেলা ১১টায় নবারুন বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান কবির।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, শিক্ষাবিদ স্বপন কুমার দাস, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান মশিউর, এবিএম জহিরুল হক জহির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে