সম্প্রতি ৩/১৪ বস্নক-জি লালমাটিয়া মোহাম্মদপুরস্থ রহমানিয়া দরবার শরিফে এবং নবোদয় মোহাম্মদপুরস্থ ইত্যাদি এন্টারপ্রাইজের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে মিলাদুন্নবী সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম পালন করা হয়। উভয় মাহফিলে দোয়া ও মেরাজ শরিফের বয়ান করেন আমিরে সত্যের ডাক, উস্তাজুল উলামা ওয়াল মাশায়েখ হজরত আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জন জৈনপুরী পীর সাহেব কেবলা। বিশিষ্ট ব্যবসায়ী মো. মেহেদী সাহেবের ব্যবস্থাপনায় ইত্যাদি এন্টারপ্রাইজের উদ্বোধনী দোয়া মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি রতন মিয়া, মো. বশির আহমেদ প্রমুখ। এন্টারপ্রাইজের মালিক মেহেদী তাহার বক্তব্যে বলেন, আমার আগে কোনো ব্যবসা কেন্দ্র ছিল না। আমি আমার মোরশেদ আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলার কাছে মুরিদ হওয়ার পর আমার মোর্শেদের নির্দেশে মাত্র ৫০ হাজার টাকা মূলধন নিয়ে দোকান শুরু করি। এখন আলস্নাহর রহমতে আমার মুর্শিদ কেবলার দোয়া ও অজিফা আমল করে, এখন আলস্নাহ তায়ালা আমাকে এই নতুন দোকানসহ ৯টি দোকানের মালিক বানিয়েছেন। আলস্নাহর হক পথে থেকে হাক্কানি ও বেদাতমুক্ত পীরের হাতে বায়াত নিয়ে আলস্নাহর ওপর ভরসা করে নেকআমল করলে এইভাবেই আলস্নাহ তায়ালা গায়েবি সাহায্য করে থাকেন।
পীর সাহেব কেবলা তাফসিরকালে বলেন, 'যারা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়ালস্নাহু তা'আলা আনহুর মতো বিনা দলিলে মেরাজকে বিশ্বাস করবে তাদের হাশর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়ালস্নাহু তা'আলা আনহুর সঙ্গে হবে। আর যারা মেরাজকে অবিশ্বাস করবে তাদের হাশর আবু জেহেলের সঙ্গে হবে।'
সর্বশেষ পীর সাহেব বলেন, 'যারা আমার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে কামিল এম এ পর্যন্ত ভর্তি করাবে আমি তাদের যাবতীয় খরচ অন্ন-বস্ত্র ইত্যাদি ফ্রি করে দেব।' সংবাদ বিজ্ঞপ্তি