ইউআইইউ'তে 'সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি' উদ্বোধন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 'সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি' উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় সচিব মুহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। ওই সেন্টার সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর আফজাল আহমেদ। প্রধান অতিথি সাবের হোসেন চৌধুরী বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে মুক্তির জন্য আমাদের যেসব জায়গায় গবেষণার প্রয়োজন সেখানে কাজ করাসহ বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি বেশি গবেষণায় মনোনিবেশ করতে হবে। এছাড়াও তিনি ইউআইউর এই সেন্টারটি একাডেমিক ও প্রায়োগিক গবেষণায় এই অঞ্চলের জন্য সেন্টার অব এক্সিলেন্সের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় সচিব বলেন, 'টেকসই উন্নয়নের জন্য ডেল্টা পস্নানকে সামনে রেখে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।' অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি