সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনামূল্যে সার ম ফেনী প্রতিনিধি ফেনীর দাগনভূঞাতে মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় আতাতুর্ক সরকারি হাইস্কুলের মিজান হলে ব্যাংকের এমডি ও সিও কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন। ব্যাংকের পিআরও সোহাগের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন চেয়ারম্যান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কৃষি বিভাগের প্রধান সরফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকীসহ অনেকে। বরণ ও দোয়া ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণির নবগত শিক্ষার্থীদের বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং রাঙ্গামাটি জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মামুন ভূঁইয়া। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাকিল, শরিফুল ইসলাম, মো. আকাশ, মো. হাসান, মুন্নি আক্তার, ঝুমা রানী দাশ, রুমি আক্তার, সুইটি খিসা। বিদায় অনুষ্ঠান ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ অসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বক্তব্য রাখেন কলেজ সমন্বয়কারী মাহাবুব উল আলম, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোসা. সালমা আক্তার, মাওলানা নুরুজ্জামান প্রমুখ। পরীক্ষার্থীদের বিদায় ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমেনা খানম, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমির সভাপতি আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। বিদায় অনুষ্ঠান ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে সভাপতিত্ব করেন নিয়ামতপুর আইডিয়াল স্কুলের পরিচালক সাদেকুল ইসলাম রাজু। সহকারী শিক্ষক এম আল মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। দোয়া মাহফিল ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোদাব্বের হোসেন শাহ্‌। সহকারী শিক্ষক জাকির হোসেন ও অফিস সহকারি নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুলস্নাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহ্‌ মোত্তাকিম বিলস্নাহ শিবলী, কাকিলাকুড়া মালেকুননেছা হজরত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রেজ্জাক প্রমুখ। বিদায় সংবর্ধনা লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষক দিলীপ কুমার রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার প্রধান শিক্ষক শিতেশ চন্দের সভাপতিত্বে সংবর্ধিত করা হয় বিদায়ী ওই শিক্ষককে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুলস্নাহ প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও নৈতিক চরিত্র গঠনে দীলিপ কুমার রায়ের ভূমিকা অনুসরণীয় হয়ে থাকবে উলেস্নখ করেন। মাঠ পরিদর্শন ম গাজীপুর প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বৃহস্পতিবার গাজীপুরে বায়োটেকনোলজি বিভাগের লেট বস্নাইট প্রতিরোধী আলুর কনফাইন্ড ফিল্ড ট্রায়াল সাইট পরিদর্শন করেন। এ সময় নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার; মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ড. দেবাশীষ সরকার; যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, রেহানা ইয়াছমিন; গবেষণা অধিশাখা, কৃষি মন্ত্রণালয় ড. সাবিনা ইয়াসমিন; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুলস্নাহ ইউছুফ আখন্দ। বিদায় সংবর্ধনা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু প্রকাশ কান্তি দাশের সঞ্চালনায় অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন, শিলকূপ বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাবু দীলিপ কুমার দে, গোলাম মোস্তফা, কচির উদ্দিন, আব্দুল হাই, জাবের হোছাইন, বেলাল সিকদার, মুরিদ আলম মেম্বার, রাজীব গুহ প্রমুখ। জন্মবার্ষিকী পালন ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজানে কবি নবীণ চন্দ্র সেনের ১৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে নবীণ সেন স্মৃতি সংসদ সংগঠনের পক্ষে কবির ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শ্মশান প্রাঙ্গণে প্রতিষ্ঠিত নবীণ সেন কমপেস্নক্সে এক আলোচনা সভার আয়োজন করে। এখানে প্রধান অতিথি ছিলেন স্মৃতি সংসদের সভাপতি পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, অজিত বিশ্বাস, লোকমান হোসেন, রিটন দে, যুবলীগের সভাপতি আনোয়ার ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণ ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁঠালতলী গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। শমসের ভুঁইয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম ভুঁইয়া অনুর সভাপতিত্বে অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সাহিদুর রহমান টেপা এবং শমসের আলম ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা আলম। স্বর্ণপদক লাভ ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩' এর ভাব সঙ্গীতে 'গ' বিভাগে সারা দেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণপদক পেয়েছে আপন কুমার বিশ্বাস। জাতীয়ভাবে সেরা হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপন কুমার বিশ্বাসের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের লিটন বিশ্বাস ও সঞ্চিতা রানী বিশ্বাসের ছেলে সে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ওয়াজ মাহফিল ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর দারুল উলুম আল হাছান ওয়াল হোসাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৩০তম বার্ষিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভগীরথপুর হাজি লালমিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিলে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা লালমিয়া মোলস্নার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ হজরত মাওলানা মো. মাহমুদুর রহমান। ক্রিকেট টুর্নামেন্ট ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 'যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না' এ সেস্নাগানকে সামনে রেখে ভাষাশহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসর শুরু হয়েছে। পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আয়োজনে শুক্রবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া একাদশের সভাপতি তানভির রহমান মিঠুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্স ম বরিশাল অফিস বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের 'সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত' প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে তৃতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলিম ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ত. ম রোকনুজ্জামানসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা। মিলনমেলা ম পঞ্চগড় প্রতিনিধি জেলার সব স্বেচ্ছাসেবীকে নিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে। 'মাদককে না বলি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি' প্রতিপাদ্য শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শান্তির বাহক পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা সামাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অর্থনীতিবিদ হাসনুর রশিদ বাবু, স্বেচ্ছাসেবী মিলনমেলা সিজন-৩ প্রধান সমন্বয়ক আহসান হাবিবসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মেলা উদ্বোধন ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলায় বি টি করপোরেশন ইভেন্ট অর্গানাইজার ও মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবার মাসব্যাপী পৌর শিল্পপণ্য ও বাণিজ্যমেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পৌরসভা ৫নং ওয়ার্ড বৃক্ষতলা মৃধা হাউজিং মাঠে বিটি করপোরেশন ইভেন্ট অর্গানাইজারের পরিচালক মো. জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। বিদায় অনুষ্ঠান ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্কুল মাঠে চিরিরবন্দর আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম, মেহের হোসেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, স্কুল পরিচালক মোস্তফা কামাল। মতবিনিময় সভা ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে জেলা পরিষদের বরাদ্দকৃত ৭৯ লাখ টাকার প্রকল্পের চিঠি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ গোলাম সামদানি খান সুমন এসব চিঠি আনুষ্ঠানিকভাবে প্রকল্পপ্রাপ্তদের কাছে হস্তান্তর করেন। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব। বৃত্তি প্রদান অনুষ্ঠান ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়ায় মুন্সি আবদুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খোশবাস মুন্সি আবদুর রশিদ- জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌসের সভাপতিত্বে ও ডক্টর সুলতানা পারভীনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক মাহফুজ জুয়েল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নিপু। নবীনবরণ অনুষ্ঠিত ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা বাজারে অবস্থিত নিউ অ্যাডভান্স কোচিং ও ইংলিশ কেয়ার সেন্টারের আয়োজনে এস এস সি শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার প্রতিষ্ঠান চত্বরে নিউ অ্যাডভান্স সেন্টারের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক নূরন্নবী সরকার ঠান্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিউ অ্যাডভান্স কোচিংয়ের উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন রানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী আকন্দ, উদাখালী মহিলা কলেজের প্রভাষক আবু সাঈদ, গণিত টিউটোরিয়ালের পরিচালক নাজির হোসেন, ইংলিশ কেয়ার সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান।