কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় বিদু্যৎ উৎপাদনে বিপর্যয়

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
কাপ্তাই হ্রদের পানি হ্রাস পেয়ে বিদু্যৎ উৎপাদন বিপর্যয় দেখা দিয়েছে। কর্ণফুলী পানি বিদু্যৎকেন্দ্র (বিউবো), পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট হতে বিদু্যৎ উৎপাদন হচ্ছে। বৃহস্পতিবার কর্ণফুলী জলবিদু্যৎ কেন্দ্র ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি দ্রম্নত হ্রাস পাচ্ছে। যার ফলে বিদু্যৎ উৎপাদন কমে গেছে। পানি হ্রাস পাওয়ার ফলে ২নং ইউনিট চালু রাখা হয়েছে। ওই ইউনিট হতে ৪৬ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন হয়েছে। অন্য চারটি ইউনিট পানি কম থাকায় বন্ধ রাখা হয়েছে বলে জানান। ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে পানি থাকার কথা ৯৬ ফিট এমএসএল। কিন্তু তা হ্রাস পেয়ে পানি আছে ৮৫ দশমিক ৫৪ ফিট এমএসএল। উলেস্নখ্য, পাঁচটি ইউনিট হতে ২৩০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন হতো।