কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
শনিবার কলেজের গভর্নিংবডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল'র (বিইউপি) অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশিস কুমার দাস, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক মহামান্য রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব অধ্যাপক লুৎফুর রহমান (ফুলু), কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুলস্নাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, 'সন্তানদের স্বপ্ন দেখানো ভুলবেন না। যত বড় স্বপ্ন ততই পূরণের আকাঙ্ক্ষা।
জিপিএ-৫ পেয়ে বড় বড় সার্টিফিকেট অর্জনই সঠিক শিক্ষা নয় মানুষত্বের শিক্ষাই বড় শিক্ষা। শিক্ষা মানুষকে পরিমার্জিত বানায়।'