কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, 'গত ১০ বছর যারা অসহায়, লাঞ্ছিত হয়েছেন, আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। এই দেবিদ্বারে এতদিন দুঃশাসন চলেছে, এই দুঃশাসন বন্ধ করে আমি আবারও শান্তি ফিরিয়ে আনব।' শুক্রবার কুমিলস্নার দেবিদ্বারের ভানী ইউনিয়নের সর্যপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান।
ভানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার, মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন শিমুল, তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।