কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওড় অধু্যষিত উপজেলা। এই উপজেলার ৪টি ইউনিয়নই হাওড় বেষ্টিত। এই ইউনিয়নগুলো হলো গুরুই, ছাতিরচর, কারপাশার একটি অংশ ও সিংপুর ইউনিয়ন। এসব ইউনিয়নগুলোতে মিষ্টি কুমড়ার আবাদ সবচেয়ে বেশি হয়। প্রতি একরে মিষ্টি কুমরার ফলন ১৫০ থেকে ২০০ মণ। প্রতিটি মিষ্টি কুমরার গড়মূল্য ২৫ থেকে ৩৫ টাকা, প্রতি একরে কৃষকের মিষ্টি কুমরায় খরচ হয় ১০ থেকে ১৫ হাজার টাকা গড়ে। তাদের ফলনের খরচ শেষে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা লাভ হয়।
গত বছরের তুলনায় এ বছর নিকলী হাওড়ে মিষ্টি কুমড়ার চাষ দ্বিগুণ হারে বেড়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। কৃষি বিভাগ জানায়, আবহাওয়ার পরিবেশ ভালো থাকলে আগামী বছর এসব হাওড়ে সবজি ফলন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।