সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

কাজিপুরে সরকারি বরাদ্দে রাস্তায় মাটি কাটার দাবিতে মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কাজিপুরে সরকারি বরাদ্দে রাস্তায় মাটি কাটার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের একটি কাঁচা রাস্তায় সরকারি বরাদ্দে মাটি কাটার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন। শক্রবার ওই রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রকল্প অফিস সূত্রে জানান যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের 'কাবিখা' প্রকল্পের আওতায় চরভানুডাঙ্গার গেন্দার বাড়ি হতে ছালামের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি কাটার জন্য ২ লাখ টাকা বরাদ্দ হয়। প্রকল্পের বিপরীতে বাস্তবায়ন কমিটির সভাপতিকে ইতোমধ্যে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে।

তবে স্থানীয় গ্রামবাসী জানান, বরাদ্দের বিপরীতে এ পর্যন্ত ২৫ জন শ্রমিক কাজ করেছেন। সরেজমিন স্থানীয়দের কথার সত্যতা প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোকলেছুর রহমান জানান, বরাদ্দের বিপরীতে মাটি কাটা হচ্ছে। তবে স্থানীয়রা মাটি না দেওয়ায় বরাদ্দের সব টাকার মাটি কাটা সম্ভব হয়নি। মাটি সংগ্রহ করে ট্রাকযোগে ফেলার চেষ্টা করা হচ্ছে।

কাজিপুর পিআইওর অনুপস্থিতিতে অফিস সহকারী এরসাদ হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, 'প্রকল্পের সভাপতিকে কাজ করার জন্য বলা হয়েছে। আগামী জুন মাস পর্যন্ত প্রকল্প চলমান রয়েছে। বাকি বরাদ্দ দেওয়া হয়নি। কাজ না করলে টাকা ফেরত নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে