নীলফামারীর সৈয়দপুরে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহ্জাদীর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ছাত্রী মীম আক্তার।
মীম আক্তার উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসনের মৃত. হাসমত আলী ও রশিদা বেগমের মেয়ে। মীম বেসরকারি সংস্থা পরিচালিত ওব্যাট ব্যাক টু স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে একটি লিখিত মুচলেকা দিয়েছেন তার পরিবার।
জানা গেছে, স্কুলপড়ুয়া ওই ছাত্রীর বিয়ের বয়স না হলেও মেয়েটির বিয়ে ঠিক করেন তার পরিবার। বর একই এলাকার মিলন ইসতেখার আলমের ছেলে ইমরান আলম মিলন। এ উপলক্ষে সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে বেলা দেড়টায় প্রীতিভোজের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও মুহাম্মদ ইসমাঈল ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।