আখাউড়ায় নামমাত্র মূল্যে স্কুল ভবন বিক্রি, চার সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো পাকা ভবন মাত্র ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম শান্তুনু চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। উলেস্নখ্য, গত ৬ ফেব্রম্নয়ারি কয়েকটি জাতীয় দৈনিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৮ ভবন পৌনে ২ লাখে বিক্রির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর গত বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমানকে সদস্য সচিব, সদস্য পদে গণপূর্ত বিভাগের একজন প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। জানা গেছে, গত ১ ফেব্রম্নয়ারি আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন নিলামের মাধ্যমে মাত্র ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। সে সময় নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনসহ অনেকেই ছিলেন। আগের নির্ধারণ করা ভিত্তিমূল্যের চেয়ে মাত্র ৮০০ থেকে ৩ হাজার টাকা বেশিতে এসব বিদ্যালয়ের ভবনগুলো বিক্রি করা হয়। এর মধ্যে আনোয়ারপুরের ভবন মাত্র ৯ হাজার ৫০০ টাকায়, ভাটামাথার ভবন ১৩ হাজার ৫০০ টাকায়, নুরপুর ক্যাপ্টেন মাহবুবের ভবন ১৩ হাজার টাকায় বিক্রি করা হয়। সরকারি এই নিলামের পর আখাউড়া উপজেলায় পরিষদের ডাকবাংলোতে বসে ভবনগুলো ফিরতি নিলামে বিক্রি করা হয়। নিলামে কেনা সংশ্লিষ্ট ব্যক্তিরা 'ফিরতি নিলামে' সাত-আটগুণ বেশি দামে আটটি ভবন ১৩ থেকে ১৪ লাখ টাকায় বিক্রি করেছেন। এতে ১০ থেকে ১২ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, দ্রম্নত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।