হাবিপ্রবির হল ক্যান্টিন পরিচালনায় সুযোগ থাকছে শিক্ষার্থীদের

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিন পরিচালনায় শিক্ষার্থীরা থাকতে পারবে বেল জানিয়েছেন হল সুপার প্রফেসর ড. মো রবিউল ইসলাম। হাবিপ্রবি'র ডরমেটরি-২ হলের ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হল সুপার এ কথা জানান। তিনি বলেন, 'শিক্ষার্থীরা চাইলে ক্যান্টিনের দায়িত্ব নিজেরাই নিতে পারে। ক্যান্টিন পরিচালনায় শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। এছাড়াও ক্যান্টিন পরিচালনার জন্য আমরা লোক খুঁজছি।' এদিকে দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, হলে ওঠার সময়ে ক্যান্টিনটি জাঁকজমকভাবে চলতে দেখা গেলেও গত কয়েকমাস ধরে সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে। প্রয়োজনের সময়ও আমাদের অন্য হলের ক্যান্টিনে যেতে হয়। রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী চয়ন রায় বলেন, 'ডরমেটরি-২ হল হাবিপ্রবির অন্যতম একটা হল, যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। এই বড় হলের ক্যান্টিন প্রায় সময়ই বন্ধ থাকে। রাতে এবং সকালে নাস্তার প্রয়োজনে হলের বাইরে যেতে হয়, যেটা অনেকটা বিরক্তিকর। শিগগিরই এর সমাধান হওয়া উচিত।