শতবর্ষী বৃদ্ধসহ পাঁচ জেলায় ৫ জনের লাশ উদ্ধার

সান্তাহারে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী পলাতক কালিয়াকৈরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত ফেনীতে এস্কেভেটর চাপায় অটোরিকশা চালকের মৃতু্য

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় ঝুলন্ত ও ক্ষত-বিক্ষত অবস্থায় শতবর্ষী বৃদ্ধসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর, ফরিদপুরের ভাঙ্গা, নেত্রকোনার দুর্গাপুর, নড়াইলের লোহাগড়া এবং দিনাজপুরের পার্বতীপুর থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এদিকে বগুড়ার সান্তাহারে স্ত্রীকে ধারাল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন এক যুবক। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন ৪তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত ও ফেনীতে মাটি কাটার এস্কেভেটর চাপায় অটোরিকশা চালকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে সুমাইয়া আক্তার (১৮) নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুমাইয়া ওই ইউয়িনের বিষোরবন্ধ গ্রামের সরদার বাড়ির স্বপন সরদারের মেয়ে। বাড়ির লোকজন জানায়, সুমাইয়া পরিবারের সঙ্গে গত শুক্রবার রাতে খাবার শেষ করে তার নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তার বাবা স্বপন নাস্তার জন্য সুমাইয়াকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখেন সুমাইয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে বাবার আর্তচিৎকারে ভিকটিমের মরদেহ পরিবার ও বাড়ির আশপাশের লোকজন দেখতে পান। থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো এবং থানায় অপমৃতু্য মামলা হয়েছে। বাকি আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাজিয়া সুলতানা (৩৭) নামে এক নারীকে তার স্বামী আব্দুর রশিদ বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সান্তাহার চা-বাগান এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। সান্তাহার চা-বাগান এলাকাবাসী জানান, গত শুক্রবার রাতে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী আব্দুর রশিদ স্ত্রী রাজিয়াকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। রাজিয়ার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও পলাতক স্বামী আব্দুর রশিদকে আটকের তৎপরতা চলছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা বেলতলা এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবনের চারতলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক উপজেলার দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৫)। জানা গেছে, শনিবার সকালে ভান্নারা বেলতলা এলাকার আজম খানের পঞ্চম তলা নির্মাণাধীন ভবনে কাজ করতে যান জসিম। সকাল ১০টায় চারতলার ছাদে বারান্দায় সেন্টারিং খুলছিলেন। এ সময় অসাবধানতায় ছিটকে ভবনের নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে জসিমকে মৃত ঘোষণা করেন। ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে মাটি কাটার এস্কেভেটর চাপায় মো. লিমন (১৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত শুক্রবার রাতে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার ধর্মপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা ধর্মপুরের বটতলীর দিকে যাচ্ছিল। এ সময় মাটিকাটার এস্কেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে ওই কিশোর চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চালক লিমন মারা যায়। সে সুলতানাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকত। তার বাবার নাম জামাল উদ্দিন। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, নিখোঁজের ২০ ঘণ্টা পর ফরিদপুরের ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়া হাটি গ্রামের কারিকর পাড়ায় হাবিব বেপারী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ বাড়ির পাশের গম ক্ষেত থেকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার হয়। তিনি গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ০৩নং ওয়ার্ডের সদস্য কোহিনুর বেপারী বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে হাবিব বেপারী নিখোঁজ ছিলেন। সকাল ৯টার দিকে লোকজন বাড়ি থেকে ২০০ মিটার দূরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানার ওসি মামুনুর রশিদ বলেন, 'নাসিরাবাদ ইউনিয়নে একজন বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। তার মাথায় তিনটে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের থুতনি ভেঙ্গে গেছে। কি কারণে এই বৃদ্ধ খুন হয়েছেন তার তদন্ত চলছে।' দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে অনুপ বিশ্বাসের বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার হয়। সাইফুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে। দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, রাত ২টার দিকে স্থানীয়রা রাস্তায় সাইফুল নামে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি আরও বলেন, সাইফুল ইসলামের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতু্যর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে তার ছেলে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত ইবাদত শেখের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যান। স্ত্রী বিয়োগের পর স্বামী ওয়াদুদ শেখ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর প্রতিদিন ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন। শনিবার ফজরের নামাজের পর ওয়াদুদ ওই দোকানে যান। এরপর ওয়াদুদের লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্বজনরা। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায় বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃতু্য মামলাসহ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতে পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাত আটটার দিকে মোমিনপুরে দুর্গাপুর গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে মফিজ উদ্দিন মাস্টার (৫৫) সবার অজান্তে বাড়ির দরজার সামনে সবেদা গাছের ডালের সঙ্গে মাফলার বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, মফিজ ঋণগ্রস্ত ছিলেন। তিনি ৩০-৩৫ বছর ধরে টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। ধারণা করা হচ্ছে দুশ্চিন্তার কারণেই এমনটি ঘটিয়েছেন। পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই সাচ্চু আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।