সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডে গ্রেপ্তার ৪

৪ জেলায় মাদক কারবারিসহ আরও ১৪ জন গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডে গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক কারকারিসহ চার জেলায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- উপজেলার বাঘড়ার মাগডাল এলাকার মনু মিয়ার ছেলে রাজিব (১৭), আক্কাস আলী মৃধার ছেলে তাহসান (১৬), একই এলাকার সুমির ছেলে রুদ্র (১৬) ও পশ্চিম কামারগাঁও এলাকার রাশেদের ছেলে শাওন (১৭)।

নিহত নীরব হোসেন (১৬) চাঁদপুর জেলার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। এর আগে শুক্রবার বিকালে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা ছুরিকাঘাত করে এসএসসি পরীক্ষার্থী নীরবকে হত্যা করে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের আটক করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় নিহতের মা দিলারা বেগম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় ৫ কেজি গাঁজাসহ রবি আলম (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১টায় ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক রবি আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা গ্রামের বাসিন্দা। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি জানান, রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব।

বৃহস্পতিবার দক্ষিণখান থানার কসাইবাড়ী রেললাইন সংলগ্ন আমির চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শহিদুল ইসলাম তুহিন (৪০) ও একই থানার মো. জুয়েল (৩২)। এ সময় তাদের থেকে ৩টি মোবাইল ফোন, ২টি ক্রেডিট কার্ড, ১টি ভুয়ার্ যাব পরিচয়পত্র এবং ভিকটিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায়র্ যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা এসব তথ্য জানান।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় মামলার ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের নাজমুল (৩০), রহুল আমিন (৩০), এনামুল (৬০), নজরুল ইসলাম (৪০), জিয়ারুল মিয়া (৩৮), হান্নান মিয়া (২৭), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের রানা মিয়া (৪০), আনার মিয়া (৩৫), এনামুল মিয়া (২৭) ও সিরাজুল ইসলাম (৩৩)। নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে ৫৪ পিস ইয়াবাসহ ইয়াছিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রামগড় মধ্য বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুর আব্দুল কুদ্দুসের বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ বিষয়ে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে