আর্থিক সহায়তা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং উপজেলা পরিষদ পক্ষে শুকনো খাবার, আর্থিক সহায়তা ও শীতের কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম শামীম আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হেনুল হক রানা, ১নং ওয়ার্ডের সভাপতি আলিম উদ্দিন, চারঘাট প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, জহুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পুনর্মিলনী অনুষ্ঠান
ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজের তিন যুগ পূর্তি ও সাবেক ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ সকাল সাড়ে দশটায় উদ্বোধন করবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। মুখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. হেলাল, বিশেষ আলোচক থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর আশিস কুমার দাস। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সায়দুলস্নাহ মিয়া, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
সাধারণ সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ১৩৩তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন হয়েছে। বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুণ কুমার দারিং। এ সভার মূল বচন ছিল। কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষা প্রাণকে তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় ও উত্তরীয় পরানো হয়পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।
কৃষকদের ভ্রমণ
ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর চরভদ্রাসনের চরাঞ্চলের অনাবাদি পতিত জমি আবাদ এবং উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থেকে উপজেলার বিশ জন কৃষক ফরিদপুর পৌছায়। তাদের ভ্রমণের উদ্বোধন করেন জেলা প্রাশাসক কামারুল আহসান তালুকদার। দিনব্যাপী চলে তাদের এ ভ্রমণ কার্যক্রম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ, চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শীর্ষক দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও শীতার্তদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, সাবেক সহ সভাপতি মিশকাত হোসেন রাসেল, সাবেক ভিপি সাকিব হোসেন, শুভ, মেহেদী হাসান, নুর মোহাম্মদ আশিক, শ্রী সৈকত, আমির হামজা, নুর মোহাম্মদ, তাইজুল ইসলাম, রিপন আহমেদ, সিয়াম আহমেদ, কাউসার আহমেদ, শাকিল হোসেন প্রমুখ।
ট্রান্সফরমার চুরি
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের মধ্যম বাগান গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে ২টি ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী বিদু্যতের খুঁটির নিচে ট্রান্সফরমারের খোলস ও ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন তারা। পলস্নীবিদু্যৎ অফিস সূত্র জানায়, এখন প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। পূর্বেও ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরও ২টি নিয়ে মোট ১৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আরডিআরএস বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচির 'উন্নয়নে যুব সমাজ' কার্যক্রমের আওতায় পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং ইকবাল শাহাদতের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আরডিআরএস বাংলাদেশের রংপুর অঞ্চলের টিম লিডার বিদু্যৎ কুমার সাহা। এ সময় বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ কর্মশালা
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধিমান মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
মা সমাবেশ
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও অবসরজনিত শিক্ষকের বিদায় সংবর্ধনা। বৃহস্পতিবার উপজেলার রামচন্দ্রপুর মডেল প্রাথমিক সরকারি বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোৎস্না রানী দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোছা. মাহামুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ, প্রধান শিক্ষক মো. আশরাফুল হক, ইউপি সদস্য মো. মাজেদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ধীরেন্দ্র নাথ রায় ও সদ্য অবসর গ্রহণকারী শিক্ষক জ্যোৎস্না রানী দাস প্রমুখ। মা সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা সদ্য অবসর গ্রহণকারী শিক্ষক জ্যোৎস্না রানী দাসকে বিদায় সংবর্ধনা জানান।
দোয়া মাহফিল
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের চা বাগান কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মালেক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি কাজী ছাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা জাকিরসহ অন্যরা।
নবীন বরণ অনুষ্ঠিত
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা বাজারে অবস্থিত গণিত টিউটরিয়াল হোমের আয়োজনে এসএসসি ও নবীন শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট। বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে টিউটরিয়াল হোমের পরিচালক নাজির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু নিকেতনের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল কলেজের ইন্সট্রাক্টর শাহ আলম, নিউ অ?্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক সিরাজুল ইসলাম, ক্রিয়েটিভ ম?্যাথ টিচিং হোমের পরিচালক সুজিত কুমার সাহা, উদাখালী মহিলা কলেজের প্রভাষক আবু সাঈদ, ইংলিশ টিচিং হোমের পরিচালক বদিউজ্জামান বাবলু, কুড়িগ্রাম পলিটেকনিক্যা?ল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোক্তাদুর রহমান, ইংলিশ কেয়ার সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান প্রমুখ।
জাতীয় পুরস্কার
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের মেয়ে সাহারা ময়ুরাক্ষী জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অধিকার করায় সাহারা ময়ুরাক্ষীকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বর্তমানে সে রাজধানীর হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. রশিদ্দুন্নবী এবং মা শাহনাজ পারভিন। বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষক। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আলোচনা সভা
ম গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন যৌথভাবে কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাউবি গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স হলে উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার সভাপতিত্বে সভায় বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ডক্টর মহা. শফিকুল আলম, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তারি মোরশেদ স্মৃতি ও তার দল এ সময় উপস্থিত ছিলেন।
সেমিনার অনুষ্ঠিত
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে "আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে আইএফআইসি ব্যাংক ঘোড়াশাল শাখার মার্কেটিং এন্ড সেলস অফিসার সাধন কুমার মলিস্নকের সঞ্চালনায় আলোচনা করেন ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক সেফায়েতুল ইসলাম।
এ সময় আইএফআইসি ব্যাংক পিএলসির প্রোগ্রাম একটিভেশন কো-অর্ডিনেটর মো. রাকিব হাসান, ফাইন্যান্স লিটেরেসি অফিসার মো. রাইসুল ইসলাম নয়ন ও নওরোজ সিনথিয়া ঋতু উপস্থিত ছিলেন।
বসতঘরে অগ্নিকান্ড
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইন্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর চরপাড়ায় অগ্নিকান্ডে ৬টি বাড়ির মালামাল পুরে ভস্মীভূতের ঘটনা ঘটে বৃহস্পতিবার। অগ্নিকান্ডে সাইফুল ইসলাম তার ৫ ছেলের ৬টি বসতবাড়ি পুড়ে আগুন ভস্মীভূত হয়। ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানান। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এস আগুন নিয়ন্ত্রণে আনে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ইসাহাক আলী খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন।
নবীনবরণ অনুষ্ঠিত
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
\হনওগাঁর মান্দায় রামনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নুরুলস্নাবাদ ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. চিত্তরঞ্জন প্রামাণিক। বিশেষ অতিথি থাকেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুনীল চন্দ্র তরফদার। এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সাহা।
উপকরণ বিতরণ
ম সাঘাটা (গাইবান্ধার) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা উন্নয়ন সংস্থার (ঝটঝ) উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২৪ইং সালের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সাঘাটা উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যলায়ে সংস্থার সহ শিক্ষা সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয় চন্দ্র বর্মন (বিলাশ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর ইসলাম আরিফ, সমাজ সেবক নাজির হোসেন, কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান জুয়েল।
ওয়াজ মাহফিল
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী নওপাড়া মাকামে মাহমুদ জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মসজিদ সংলগ্ন মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি ও মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। নওপাড়া মাদ্রাসার মুহতামীম মুফতি ইসহাক আল গাজী কাসেমীর পরিচালনায় মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি এহতেশামুল হক কাসেমী, মুফতি নাসির উদ্দিন আনসারী, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, মাওলানা আশরাফ আলী প্রমুখ।