শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

আওয়ামী লীগের সমর্থন পেলেন এমপি বাহার কন্যা সূচনা

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আওয়ামী লীগের সমর্থন পেলেন এমপি বাহার কন্যা সূচনা

কুমিলস্না সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে ডা. তাহসীন বাহার সূচনার নাম চূড়ান্ত করেছে মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিলস্না মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ডা. সূচনার বাবা কুমিলস্না-৬ (সদর) আসনের চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। ডা. সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দলীয় সূত্রে জানা যায়, সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এমপি বাহার অনুসারীদের মধ্যে প্রার্থী হিসেবে হাফ ডজনের অধিক প্রার্থীর নাম আলোচনায় আসে। তবে সর্বত্র ঘুরেফিরে আলোচনার শীর্ষে ছিল এমপি বাহার কন্যা ডা. সূচনার নাম।

দলের নেতারা বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হোক কিংবা প্রতীকবিহীন সব প্রস্তুতিই নেওয়া হচ্ছে। তাই দলের একক সমর্থনের বিষয়টি চূড়ান্ত করতে আহ্বান করা হয় বর্ধিত সভার। সন্ধ্যা ৭টার দিকে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি আ ক ম বাহাউদ্দিন এমপি। এতে দলের কার্যনির্বাহী কমিটির অধিকাংশ নেতা অংশ নেন। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে প্রার্থী হিসেবে ডা. তাহসীন বাহার সূচনা ছাড়াও দলের মহানগর শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম ও সদস্য শ্যামল কুমার ভট্টাচার্যের নাম উপস্থাপন হলেও পরে ডা. সূচনাকে সমর্থন জানান অপর দুইজন।

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উলস্নাহ খোকন বলেন, সভায় উপস্থিত সবার সম্মতিতে মেয়র প্রার্থী হিসেবে আমরা ডা. তাহসীন বাহার সূচনার নাম চূড়ান্ত হয়েছে।

ডা. সূচনা জানান, সিটি করপোরেশনের প্রতিটি অলিগলি তার চেনা। বিগত সংসদ ও সিটি নির্বাচনেও তিনি দলের জন্য মাঠে কাজ করেছেন। কুমিলস্না সিটির উন্নয়নে তাকে বিজয়ী করতে তিনি দলের সবার সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে