রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে পার্ক পরিষ্কার করলেন চবি শিক্ষার্থীরা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মিরসরাইয়ে পার্ক পরিষ্কার করলেন চবি শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে বন বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম ব্যাচের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন ও পরিবেশ সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দেশের দ্বিতীয় কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কে এ পরিষ্কার অভিযান চালান তারা। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার, ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা কাজল তালুকদার, কুমিলস্না বন বিভাগের বন কর্মকর্তা জি এম কবির, চবির ইংলিশ বিভাগের প্রধান সুকান্ত রায়, এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ সহ চবির ২০তম ব্যাচ ও বন বিভাগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা পার্ক পরিষ্কার করে পার্কের পরিবেশ রক্ষায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে