রংপুরে কারাগারে বিএনপি নেতার মৃতু্য
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রংপুর প্রতিনিধি
রংপুরে নারী নির্যাতন মামলার আসামি মনোয়ারুল ইসলাম (৩২) নামে এক হাজতি বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গংগাচড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ফজলে রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন।
রংপুর জেল, হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি নিজ বাড়ি থেকে মনোয়ারুল ইসলামকে গংগাচড়া থানার পুলিশ নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করে। তার দুই দিন পর তিনি জেলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। শ্বাসকষ্টে তার মৃতু্য হয়েছে বলে দাবি হাসপাতালের।
এদিকে, মৃত মনোয়ারুল ইসলামের বাবা ফজলে রহমানের অভিযোগ তার সন্তানকে গ্রেপ্তারের পর থানায় নির্যাতন করা হয়েছিল। এজন্য নির্যাতনে সে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। অভিযোগ পুলিশি নির্যাতনে তার সন্তানের মৃতু্য হয়েছে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, হাজতির মৃতু্যর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাওয়া যায়নি। পেলে মৃতু্যর কারণ জানা যাবে। হাজতির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।