রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

গণসংযোগ

\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা একেএম আজহারুল ইসলাম অরুন। বুধবার বিকালে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। একেএম আজহারুল ইসলাম অরুন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সদর উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে চেয়ারম্যান পদপ্রার্থী একেএম আজহারুল ইসলাম অরুন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের হাটবাজারে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি।

ফাইনাল খেলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার শহরতলিতে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। হলদীবাড়ী যুব সংঘ আয়োজিত ফাইনালে বড় চন্ডিপুর রেজওয়ান একাদশ ৩-১ গোলে নওদাপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এই টুর্নামেন্টে মোট ৮টি ফুটবল দল অংশ নেয়।

ক্রীড়া প্রতিযোগিতা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায় প্রমুখ। পরে বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মারসুছা আক্তার।

উঠান বৈঠক

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খন্দকার। বৃহস্পতিবার বিকালে উপজেলার নিহালপুর গ্রামে মিজান খন্দকারের বাড়িতে আমির মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান খন্দকার, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক অসিউর রহমান সিকো, উপজেলা সাবেক কৃষক লীগ নেতা আতোয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ দাস, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবজাল হোসেন, উপজেলা সাবেক শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নান, ইতি খন্দকার প্রমুখ।

প্রস্তুতিমূলক সভা

ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও শংকর কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, প্রকৌশলী মহিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসের জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফাজ্জল হোসেন তবিল, সাবেক শিক্ষক আক্তারুল হক মাস্টার, ইউপি সদস্য মোসা. হানু আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান, মানিক মিয়া, যুবলীগ নেতা আমির হোসেন, সাংবাদিক শরিফ আহমেদ সুমন প্রমুখ।

অবহিতকরণ কর্মশালা

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধিমান মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে