ভলিবল প্রতিযোগিতা
\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। ফাইনালে নেত্রকোনা জেলা পুলিশ টিম ২-১ ম্যাচে ময়মনসিংহ জেলা পুলিশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহেল মাহমুদ পিপিএম, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সোহরাব হোসেন, সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
\হ
বিদায় সংবর্ধনা
ম মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহাজান মিয়া। বিশেষ অতিথি ছিলেন মনেয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হাজীর হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম মাতাব্বর প্রমুখ।
নবীনবরণ অনুষ্ঠিত
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। আরও বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুলস্নাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক ইয়াসিন আলী, মাওলানা আনিছুর রহমান প্রমুখ।
প্রস্তুতি সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
\হনেত্রকোনা জেলার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ হক।
নকশা হস্তান্তর
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
উত্তর চট্টলার শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার তিনটি ৬তলা ভবনের ডিজাইন হস্তান্তর করেছে এশিয়ান স্মার্ট ডিজাইন এন্ড কনেক্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান। ভবনগুলোর টু-ডি এবং থ্রি-ডি ডিজাইন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইফতেখার উদ্দিন। বুধবার সকালে মাদ্রাসা মাঠে এ ডিজাইন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট সালামত উলস্নাহ চৌধুরী শাহীন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম কাসেম, ভাইস প্রিন্সিপ্যাল হুমায়ুন কবির মজুমদার প্রমুখ।
গণসংযোগ
ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নাটোরের গুরুদাসপুর উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের হাওয়া। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনে গণসংযোগে ব্যস্ত দেখা গিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ আলী মোলস্না কে। দিনরাত ব্যাপক গণসংযোগ করছেন তিনি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধুরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
নারী সমাবেশ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি রাজস্থলীর গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতনসহ প্রভৃতি বিষয়ে ওই আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মংবাথোয়াই মারমা। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উদ্যোগে দরিদ্র ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ড্রাইভিং প্রশিক্ষণ
ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে দক্ষ গাড়িচালক ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সন্মেলন কক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম উদ্বোধন করেন জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, ট্রেনার মাসুদ রানা প্রমুখ।
বাজেট ব্যবস্থাপনা কোর্স
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীদের নিয়ে দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ এবং বাজেটবিষয়ক এক ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সে জনপ্রতিনিধিসহ প্রায় দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। কোর্স পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইস্টিটিউটের (এনআইএলজি) সহকারী পরিচালক ওমর ফারুক পারভেজ। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান।
স্কাউটস্ সমাবেশ
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা স্কাউটস্ সমাবেশ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল মাঠে এ সমাবেশ উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। বাংলাদেশ স্কাউটস্ শায়েস্তাগঞ্জ উপজেলার লিডার বদরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুলস্নাহ সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
শুভ উদ্বোধন
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ শুভ উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার ইন্দুরকানী সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কে.এম শামীম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নাকির আহমেদ।