শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সিকৃবির ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

সিকৃবি প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সিকৃবির ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিনামূল্যে গবাদিপশু ও পাখির টিকাদান এবং চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বড় গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি স্কিন ডিজিস (খঝউ) রোগের টিকাদান ও ছোট প্রাণীকে বিনামূল্যে চিকিৎসাসহ প্রায় অর্ধশত প্রাণীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবারে বিনামূল্যে টিকাদান অব্যাহত থাকবে বলে জানান পিএমএসি ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক অধ্যাপক ডক্টর বাশির উদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর বাশির উদ্দিন, পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রাণিচিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মাহফুজুল হক, এসিআই'র জোনাল সেলস ম্যানেজার মোস্তফা জামান, এরিয়া ম্যানেজার সুমন মিয়া, টেকনিক্যাল অফিসার ডা. সায়েম, সিনিয়র মার্কেটিং অফিসার আমিন মিয়া।

এছাড়াও ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে