নওগাঁয় পারিবারিক দ্বন্দ্বে দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার, পঞ্চগড়, হবিগঞ্জের চুনারুঘাট, গাজীপুরের শ্রীপুর এবং সিরাজগঞ্জের উলস্নাপাড়া থেকে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁয় পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রী গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু্য হয়। এর আগে রাত ৯টায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন এই দম্পতি। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন (৪০) ও তার স্ত্রী গোলাপি বেগম (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
জানা গেছে, সুমন পেশায় দিনমজুর। তার বড় স্ত্রী খাদিজাকে না জানিয়ে এক সপ্তাহ আগে গোলাপিকে বিয়ে করেন। গত মঙ্গলবার খাদিজা বাবার বাড়ি গেলে ছোট বউ গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন। এরপর বুধবার বিকালে খাদিজা বাড়ি আসার পর থেকেই ঝগড়া চলছিল। দ্বন্দ্বের জেরে রাত ৯টার দিকে সুমন ও গোলাপি গ্যাস ট্যাবলেট খান। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমনের মৃতু্য হয়।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ইলিয়াছ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার মাঝির ঘাট পয়েন্ট থেকে লাশটি পাওয়া যায়। নিহত ইলিয়াছ সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নুর মোহাম্মদের ছেলে।
জানা গেছে, ইলিয়াছ গত ৫ ফেব্রম্নযারি রাতে বন্ধুদের নিয়ে খুরুশকুল নবনির্মিত ব্রিজে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল টিম সেখানে যায়। হঠাৎ পুলিশ দেখে ব্রিজ থেকে লাফ দেন ইলিয়াছ। এর দুই দিন পর মাঝির ঘাট পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বয়ালির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। বৃহস্পতিবার সকালে রেল লাইনের আশপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন। ট্রেনটি হুইসেল বাজালেও তিনি সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় তার।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের খালের পাশে আতাউর রহমান (৫০) নামের এক টমটম চালকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার লাশটি উদ্ধার করে পুলিশ। আতাউর উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পরিবারের লোকজন বলেন, বুধবার রাতে আতাউর টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন বৃহস্পতিবার ভোরে বালিয়ারি গ্রামের খালের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন লোকজন। লাশের পেট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
চুনারুঘাট থানার ওসি হিলেস্নাল রায় বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে রাশেদ ইসলাম নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৩টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড বেড়াইদের চালা এলাকায় মেহগনি গাছ থেকে ওই মরদেহটি উদ্ধার হয়। নিহত রাশেদ ইসলাম (২০) ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতেন যান রাশেদ। প্রকৃতির ডাকে সারা দিলে রাত আড়াইটার দিকে তার মা ঘরের বাইরে গেলে রাশেদকে মেহগনি গাছে ঝুলে থাকতে দেখেন। পরে চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বৃহস্পতিবার সকালে স্বপন (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে। নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে শফিকুল ইসলামের ছেলে। স্বপন এবার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
স্বপনের স্বজনরা জানান, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশে বের হন স্বপন। এরপর গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। এমনকি তার ব্যবহৃত ফোনটিও বন্ধ ছিল। সকালে রেল লাইন থেকে দূরে মাঠের মধ্যে ড্রেন থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।