রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীর ১২ উদ্যোক্তা পেল আলু প্রসেসিং যন্ত্র

রাজশাহী অফিস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহীতে উদ্যোক্তাদের আলু প্রসেসিং যন্ত্রপাতি বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ -যাযাদি

রাজশাহীতে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ এবং ১২ জন উদ্যোক্তার মাঝে আলু প্রসেসিং যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হয়ে উদ্যোক্তাগণের মাঝে যন্ত্রপাতি বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় আলুর উৎপাদন পর্যাপ্ত পরিমাণ রয়েছে। সারাদেশের মতো রাজশাহীতেও কয়েক বছরে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে আলু চাষ। এক্ষেত্রে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তারা নিজেরাই তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারবে।

কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শামসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, কৃষি বিপণন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর প্রশিক্ষক আফরিন হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে