যানবাহনে চাঁদাবাজির্ যাবের অভিযান অব্যাহত থাকবে

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। বুধবারর্ যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরর্ যাব মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন এমনটাই জানালেন। তিনি বলেন, অভিযানের পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে র?্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলবে।র্ যাব মহাপরিচালক ও ক্র্যাব কর্তৃপক্ষ পরস্পর পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের মতো ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যে কোনো অপরাধের তথ্য দিয়ের্ যাবকে সহায়তা করার আহ্বান জানানর্ যাব মহাপরিচালক। এ সময়র্ যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।