শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শো ও এক্সিবিশন
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৩৭-তম ব্যাচের গ্র্যাজুয়েশন শো ও এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধ্যাহ্নে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল- দেশীয় সংস্কৃতি তথা ঐতিহ্যের মিশেলে মিউজিকের তালে তালে উঠতিসহ বিভিন্ন ডিজাইনের চোখ ধাঁধানো বাহারি পোশাকে ক্যাটওয়াকের আয়োজন তথা প্রদর্শন এবং অতিথি ও আয়োজকসহ কোরিওগ্রাফারের চৌকষ আলোচনা-পর্যালোচনা। অনুষ্ঠানে মিউজিকের তালে নৃত্যের ভঙ্গিতে অতিথিদের গোলাপ হস্তান্তরের ব্যাপারটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। আর এভাবেই শেষ হয় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন কায়কোবাদ রানা কাদির ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি