সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মতবিনিময় সভা ম গাজীপুর প্রতিনিধি বাউবি উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ' গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট নাগরিক হতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর বহুমুখী শিক্ষার বিকল্প নেই, সোমবার বাউবি'র সিলেট আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সিলেট আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. খালেকুজ্জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানসহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্য সিলেট আঞ্চলিক কেন্দ্রে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পুরস্কার বিতরণ ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় বটতলী শাহ্‌ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য তারেক চৌধুরী তানিম, জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, কামরুল ইসলাম। কম্বল প্রদান ম কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে যশোর পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর এলাকা পরিচালক ও কেশবপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুলস্নাহ আল ফুয়াদের সৌজন্যে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কেশবপুর প্রেস ক্লাবের হল রুমে ১০০ জন অসহায়দের মধ্যে ওই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য শাহীনুর রহমান, মেহেদী হাসান জাহিদসহ সাংবাদিকরা। ক্রীড়া প্রতিযোগিতা ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকবর আহমদ চৌধুরী, সাংবাদিক ফারুক আহমদ, হোলাল উদ্দিন ও লুৎফর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, খাইরুল বশরসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। উরস সম্পন্ন ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি পীর আলস্নামা শাহসুফী হাফেজ দৌলত খান (রাহ.)'র ৪৪তম বার্ষিক উরস শরিফ গত মঙ্গলবার ফটিকছড়ির হাইদ চকিয়া গ্রামস্থ হুজুর কেবলার মাজার শরিফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উরসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর খতমে কোরআন শরিফ, বাদ আসর খতমে গাউসিয়া ও খাজেগান শরিফ, বাদ মাগরিব ওয়াজ মাহফিল আরম্ভ, রাত ১০টায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। হাইদচকিয়া দরবার শরিফের সাজ্জাদানশিল আলহাজ জাফর উলস্নাহ খান দুলালের সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কাজী মঈন উদ্দিন আশরাফী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রিজভী। মতবিনিময় সভা ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি কচুয়ায় মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড আ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলার আকতার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সিবিও কিশোর কুমার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ্বাস। এ সময় ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মাকসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায় ও দোয়া ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নুরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আইনুল হক। এ সময় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মনিরুজ্জামান জুয়েল, মো. তাবারক হোসেন, নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুমন, সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলম, সহকারী শিক্ষক সাইফুন আক্তার প্রমুখ। গাঁজা জব্দ ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট জেলা সদরের দশানী ট্রাফিক মোড়ে পুলিশের সিগন্যালে একটি মটর সাইকেলে বিপুল পরিমাণ গাঁজা রেখে পালিয়ে গেছে দুই মাদক বিক্রেতা। পরে পুলিশ মটর সাইকেলে বস্তায় ভর্তি ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছেন, যা বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর দশানী ট্রাফিক মোড়ে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ খুলনাগামী একটি মোটর সাইকেল (পিরোজপুর-হ ১২-১৩৮৬)কে সিগন্যাল দিলে চালক কিছু দূরে মোটর সাইকেল থামিয়ে দ্রম্নত পালিয়ে যায়। পরে ট্রাফিক সার্জেন্ট বাচ্চু শেখ ও সার্জেন্ট মো. সাদ্দাম মটর সাইকেলটি উদ্ধারপূর্বক মটর সাইকেলে বাঁধা একটি বস্তায় চেক করাকালে পলিথিনে মোড়ানো ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। সেলাই মেশিন উপহার ম জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির দরিদ্র শিক্ষার্থীর মা'কে সেলাই মেশিন দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ সন্তানের মা রোকসানা আকতারকে স্বাবলম্বী করা ও সন্তানদের পড়ালেখার খরচ চালানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা করেন। বুধবার সকালে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সেলাই মেশিন হস্তান্তর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, অভিভাবক মিজানুর রহমান মিজান, সোহেলসহ অনেকেই। বিদায় সংবর্ধনা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি \হনওগাঁর পোরশায় সোমনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় ও ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি আহমাদুল হক শাহের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সোমনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সাবেক শিক্ষক শামসুল হক শাহ, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম শাহ্‌ ও দাতা সদস্য মোদাচ্ছের রহমান শাহ, আবুল কাশেম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সেদরাতুল শাহ্‌সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলকামনা ও দোয়া ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ আহসান উলস্নাহ মাস্টার একাডেমিক ভবন মিলনায়তনে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন সরকার। পিঠা উৎসব ম লংগদু (রাঙামাটি) প্রতিনিধি শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেলা, শীতকালীন পিঠা উৎসব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম ও প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। বিদায় ও নবীনবরণ ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ ও এসএসএসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাসিবুল হাসান তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্য্যান আব্দুল লতিফ প্রধান। এ সময় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, সহকারী শিক্ষক রুমিলা ইয়াসমিন উপস্থিত ছিলেন। আর্থিক সাহায্য প্রদান ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডের ভস্মীভূত হওয়া ঘর নির্মাণের জন্য ভুক্তভোগী পরিবারকে বাড়ি নির্মাণের উপকরণ ও আর্থিক সাহায্য প্রদান করেছে ধামইরহাট উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমনা খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ধামইরহাট পৌর সদরের আমাইতাড়া বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আছমা খাতুনকে নতুন গৃহ নির্মাণের জন্য একটি চেক, টিনসহ গৃহ নির্মাণ উপকরণ তুলে দেন। গণসংযোগ ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ কে এম আজহারুল ইসলাম অরুন মঙ্গলবার সদর উপজেলার চলিস্নশা ইউনিয়নের রাজেন্দ্রপুর, লাইট, কারলীসহ বেশ কয়েকটি গ্রামে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। চলিস্নশা ইউনিয়নে গণসংযোগকালে মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রনেতা এ কে এম আজহারুল ইসলাম অরুন বলেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। নেত্রকোনা সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিণত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই। আইনশৃঙ্খলা সভা ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত দখল মুক্ত ও বান্দরবান, রাঙামাটি বাস অন্যথায় সড়ানো সিএনজি, মাহিন্দ্রা টমটম নির্দিষ্ট স্থানে রাখার ও বাজার সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী, দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না তিতাসের গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাম্পাসে অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন প্রমুখ। বাইসাইকেল প্রদান ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নে প্রায় শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বর বিতরণ করা হয়। বিতরণকালে অন্যদের মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা আলী ওসমান, কৃষক ফজলু মিয়া, রিকশাচালক আবুল কাশেম, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, হোসেন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ শুভ উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার ইন্দুরকানী সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কে.এম শামীম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নাকির আহমেদ। বিজ্ঞান মেলা ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বিঞ্চপুর জগন্নাথপুর মোহাম্মদ আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের আন্তঃস্কুল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞান মেলা-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মদ'র সভাপতিত্বে এবং সহকারী ইংরেজি শিক্ষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার, দেবিদ্বার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈনুদ্দিন, দেবিদ্বার প্রেস ক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল।