সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

পার্বতীপুরে ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পার্বতীপুরে ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযান চালিয়ে টিকিট ও টিকিট বিক্রির নগদ অর্থসহ দুইজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, গত মঙ্গলবার গভীররাতে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় পুলিশের টিকিট কালোবাজারি বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আন্তঃনগর ট্রেনের কয়েকটি টিকিট ও টিকিট বিক্রির নগদ অর্থসহ দুই টিকিট কালোবাজারিকে হাতনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় আরও কয়েকজন টিকিট কালোবাজারি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার সাহেবপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. খলিল (৩০) ও বাবুপাড়া এলাকার আবু জাকেরের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা দিয়ে গ্রেপ্তারদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে